নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের করণদিঘির দোমহনার সুধানী নদীতে ডুবে মৃত্যু হয়েছে তিন ভাই-বোনের। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, পেশায় গাড়ি চালক মহম্মদ সাদ্দামের তিন ছেলে-মেয়ে বাড়ির কিছুটা দূরে সুধানী নদীর চরে খেলতে যায়। এরপর ৪ বছর বয়সী মহম্মদ রিজওয়ান ও ৭ বছর বয়সী তাহসিনা খাতুন খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে যায়। আর ১০ বছর বয়সী রোজিনা খাতুন রিজওয়ান এবং তাহসিনাকে উদ্ধারের জন্য জলে ঝাঁপ দেয়। কিন্তু বাচ্চারা যেখানে খেলছিল সেখানে জলের গভীরতা পূর্ণবয়স্ক মানুষের হাঁটুর কাছাকাছি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বালি মাফিয়ারা বালি তুলে নেওয়ায় সেখানে নদী-খাতে বালিতে অনেকটা গভীর একাধিক গর্ত ছিল। ফলে রিজওয়ান, তাহসিনা ও রোজিনাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ রায়গঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীর একাংশের অভিযোগ, “পাচারকারীরা নদীখাত থেকে অবৈধ ভাবে বালি তুলে নেওয়ায় সেখানে গর্ত তৈরী হয়ে গিয়ে ওই তিন জন প্রাণ হারিয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রায়গঞ্জের সুপার মহম্মদ সানা আখতার জানান, ‘‘তদন্ত শুরু করা হয়েছে। এর আগেও অবৈধ ভাবে বালি তোলা নিয়ে অভিযোগ আসায় অবৈধ বালির গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছিল। ইদানীং বালি তোলা পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও নিয়মিত অভিযান চলছে। নজর রাখা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here