নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর চেঙ্গলপাত্তুরে রান্নার গ্যাস লিক করে বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন শিশুর। মৃত শিশুরা এক জন ৭ বছর বয়সী, এক জন ৫ বছর বয়সী ও অন্য জন এক বছরেরও কম বয়সী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, ওই পরিবার বিহার থেকে এসেছিল। মহিলার স্বামী চেঙ্গলপত্তু স্টেশনের কাছে কাজ করেন। ঘরে কোনো জানলাও ছিল না। কিন্তু একটি ছোটো গ্যাস স্টোভ রাখা ছিল। এদিন ওই মহিলা স্বামীর সাথে দেখা করে বাড়ি এসে রান্নার জন্য গ্যাস জ্বালাতেই আগুন জ্বলে ওঠে। এরপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন।
তারপর মা সহ তিন জন শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে গতকাল তিন জন শিশুর মৃত্যু হয়। আর ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে কিলপক সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।