নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল হুগলীর এক জন যুবতীকে কাজ পাইয়ে দেওয়ার নামে তিন জন যুবক পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়ে এসে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
সূত্রের খবর, তিন জন যুবক ওই যুবতীকে ফোন করে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে পাঠায়। এরপর সে কথামতো নির্দিষ্ট জায়গায় পৌঁছালে তারা ওই যুবতীকে জোরপূর্বক গাড়িতে তুলে চলন্ত গাড়ির মধ্যেই একের পর এক ধর্ষণ করে। তারপর ওই যুবতী কোনো ভাবে পালিয়ে ডেবরা থানায় গিয়ে ওই যুবকদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। এরপরেই পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই যুবকদের ডেবরা থেকে গ্রেফতার করেন। আজ গ্রেফতার হওয়া অভিযুক্ত যুবকদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে।