নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে এক জন অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ির সামনে বাগানে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত সহ মোট ৩ জন।
পরিবারের তরফে জানানো হয়েছে, রাতেরবেলা মেয়েকে ঘরে না দেখে খোঁজ শুরু করতেই বাগানের কাছে পড়ে থাকতে দেখা যায়। এরপর মেয়েকে সুস্থ করার পর সে জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার মা কুলতুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে মামলা রুজু করে গ্রেফতার করেছেন। ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত শুরু করা হয়েছে। অন্য দিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।