ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আর আহত ৬০ জনের বেশী। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এদিন আচমকা স্টেশনে বিস্ফোরণ ঘটতেই গোটা এলাকা জোরালো আওয়াজে কেঁপে ওঠে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। আর ঘটনার সময় স্টেশনে কমপক্ষে একশো জন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরই বম্ব স্কোয়াডের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর বম্ব স্কোয়াডের সদস্য ও অন্য বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি এই বিস্ফোরণকান্ডে কি ধরণের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। আর বম্ব স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরীতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মঘাতী বিস্ফোরণ। কিন্তু কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনো অবধি স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত কোনো সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন স্কুল পড়ুয়া সহ সাত জনের মৃত্যু হয়েছিল। কিন্তু ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন আবার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here