নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ উত্তরপ্রদেশের পর এবার আজ বিহারের একাধিক জেলায় বজ্রপাতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর ৩৯ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, মৃতদের মধ্যে মধুবনি জেলার পাঁচ জন, ঔরঙ্গাবাদের চার জন, নালন্দার তিন জন, পাটনার দু’জন ও লখিসরাইয়ের দু’জন রয়েছেন। আর ২৫ জনের মৃত্যুর পাশাপাশি ৩৯ জন আহত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর জেরে দুঃখপ্রকাশ করার পাশাপাশি মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি এই ঘটনার পরে প্রত্যেককে ঝড়-বৃষ্টির সময় ঘরের বাইরে না বেরোনোর আর্জি জানিয়েছেন। রাজ্যের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, “শুধুমাত্র জুলাই মাসেই এই রাজ্যে বজ্রপাতের জেরে ৫০ জন প্রাণ হারিয়েছেন।” আগামী কয়েক দিন রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। যার জেরে রাজ্যের মানুষকে সতর্ক করা হয়েছে।