নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গোরু পাচারের পাশাপাশি এবার পাল্লা দিয়ে মোষ পাচার চলছে। নতুন নতুন উপায়ে ক্রমাগত এই পাচার হয়েই চলেছে। আর এবার জলপাইগুড়িতে বাতানুকূল শিপিং কন্টেইনার করে মোষ পাচার হচ্ছিল। পাচারের নয়া কৌশল দেখে পুলিশ একেবারে হতভম্ব।
জানা গিয়েছে, গতকাল রাজগঞ্জ থানার পুলিশের কাছে গোপনসূত্রে এই পাচার চক্রের খবর আসে। পুলিশ জানতে পারেন, ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বিহার থেকে আসামে মোষ পাচার করা হবে। এরপর পুলিশ টোল প্লাজায় অভিযান চালিয়ে নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতেই গাড়িটিকে দাঁড় করাতে যায়। কিন্তু গাড়িটি তখনই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর পুলিশ পিছু ধাওয়া করে ওই গাড়িটি আটক করে।

- Sponsored -
এরপর ভিতরে গিয়ে তল্লাশি করতেই দেখা যায়, বাতানুকূল কন্টেইনারের ভিতরে প্রায় পঁচিশটি মোষ রয়েছে। তারপর সেই মোষগুলিকে একের পর এক বের করে আনা হয়। আর উপযুক্ত কাগজপত্র না দেখাতে পারায় গাড়ি সহ মোষগুলিকে বাজেয়াপ্ত করা হয়। সাথে সাথে পাচারের অভিযোগে চালককেও গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছেন।