নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের কানপুরের কাছে ঘাটামপুর এলাকায় একটি গাড়ি রাস্তায় পিছলে গিয়ে পাশের পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২৪ জন। যার মধ্যে ১১ জন শিশু রয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকাময় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে গাড়িটি উন্নাও থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের তরফ থেকে টুইট করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটের মাধ্যমে জানান, ‘কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করছেন।’
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা সহযোগীতা করার ঘোষণা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here