নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ এখনো গোটা দেশ জুড়ে চলছে অক্সিজেনের তীব্র সংকট। গতকাল রাতে কর্ণাটকের চামারাজনগরের এক হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, গতকাল ওই হাসপাতালে বল্লারি থেকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছনোর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তা পৌঁছাতে না পারায় শীঘ্রই মাইসুরু থেকে ২৫০টি অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়। তবে সেই অক্সিজেন সিলিন্ডারগুলি হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় প্রায় ২৪ জন রোগীর।
Sponsored Ads
Display Your Ads Hereকর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন।

@RahulGandhi
Died or Killed? My heartfelt condolences to their families. How much more suffering before the ‘system’ wakes up?
এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনা সামনে আসার পরই টুইটের মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কড়া ভাষায় বিজেপি শাসিত রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। এমনকি রাহুল গান্ধী লিখেছেন যে, “এই ঘটনা মৃত্যু না খুন? প্রশাসনের জেগে উঠতে আর কতো মৃত্যু প্রয়োজন?”