নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়া যুগপুর উড়ালপুলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে। ট্রাকে বোঝাই করা পণ্য সহ অনেক শ্রমিক ছিল। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন গাড়িতে থাকা ২৩ জন শ্রমিক।
সূত্রের ভিত্তিতে জানা যায়, ইদ উপলক্ষে কলকাতার নিউটাউনে কর্মরত শ্রমিকেরা ওই ট্রাকে চড়ে মুর্শিদাবাদের লালগোলায় নিজেদের বাড়ি ফিরছিলেন। আচমকা সকালবেলা ৬টা নাগাদ ট্রাকটি বেথুয়াডহরি-যুগপুর উড়ালপুল পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারতেই গাড়িতে থাকা শ্রমিকেরা আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর শ্রমিকদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় তারপর তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। নাকাশিপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ার জেরে এই দুর্ঘটনা ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here