নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার খণ্ডরুই এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে প্রায় ২২ জন যাত্রী আহত হয়েছে। বাসটি মোহনপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই এই বিপত্তি ঘটে। আর দুর্ঘটনাটি ঘটতেই সাধারণ মানুষ উদ্ধারকাজের জন্য ছুটে যান। একে একে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দাঁতন থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্রথমে আহত যাত্রীদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় জেলার এগরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করার পাশাপাশি ওই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে বাসের চালক ও কন্ডাক্টরদের জিজ্ঞাসাবাদ করে। তবে অভিযোগ উঠছে যে, “রাস্তা খারাপ হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘ দিন থেকে প্রশাসন রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি। বছরখানেক আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওই এলাকায় সভা করতে এসেছিলেন, তখন একবার রাস্তা সারানোর দাবী উঠেছিল। ওই সময় জেলা প্রশাসন রাস্তা সংস্কারে উদ্যোগীও হয়। কিন্তু ওই কাজ আর সম্পূর্ণ হয়নি।”