নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ সকালে ছত্রিশগঢ়ের বিজাপুর ও কাঁকের জেলায় দু’টি পৃথক সংঘর্ষের ঘটনায় প্রায় ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। তবে পাল্টা হামলায় আবার নিরাপত্তাবাহিনীর এক জন সদস্যেরও মৃত্যু হয়েছে। আর আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। কিন্তু এখনো মাওবাদী এবং যৌথবাহিনীর লড়াই অব্যাহত।
সূত্রের খবর, এদিন দন্তেওয়াড়়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকার পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় মাওবাদী ও যৌথবাহিনীর সাথে সংঘর্ষে আঠেরো জন মাওবাদী নিহত হয়েছে। অন্য দিকে, কাঁকেরে পৃথক সংঘর্ষের ঘটনায় চার জন মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে। দু’জায়গা থেকেই অনেক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাসে বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর ও কাঁকের জেলার অবুঝমাঢ়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সাথে নিষিদ্ধ সংগঠন সিপিআইইয়ের (মাওবাদী) সশস্ত্র শাখা পিএলজিএর (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি) একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১৯ শে জানুয়ারী থেকে যৌথবাহিনী ছত্রিশগঢ়, মহারাষ্ট্র এবং ওড়িশা আন্তঃরাজ্যে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই ওই সংঘর্ষে দু’শোর বেশী মাওবাদীর মৃত্যু হয়েছে। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘নিরাপত্তারক্ষীরা মাওবাদী ইন্ধনের উপর বিরাট আঘাত এনেছেন। যেভাবে অভিযান চলছে, ২০২৬ সালের মধ্যেই ভারত একেবার মাওবাদী মুক্ত হবে।’’