চয়ন রায়ঃ কলকাতাঃ ২১ শে জুলাইয়ের আগের দিন অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শনে আসলেন। এখানে ভিক্টোরিয়া হাউসের সামনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘২১ শে জুলাই কোনো রাজনৈতিক কর্মসূচী নয়। এই দিনটির সাথে রাজ্য ও দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন জুড়ে রয়েছে। ২১ শে জুলাই মানে বাংলার ঐতিহ্য। পাশাপাশি বলেন, ‘‘প্রতিটি নির্বাচনে জয়ের জন্য আমরা ২১ শে জুলাই থেকেই মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই। এই দিনটিকে আমরা মা-মাটি-মানুষ দিবস হিসাবেও পালন করি।’’
এদিকে মুখ্যমন্ত্রী এও জানালেন, ‘‘রবিবার আবহাওয়া ভালো থাকলে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সভায় আসবেন। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও প্রতিবারের ন্যায়ে মঞ্চে থাকবেন। দূরবর্তী জেলা থেকে যে কর্মীরা আসবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, ‘‘আপনারা সাবধানে আসুন। কারও যেন কোনও বিপদ না হয় দেখবেন।’’ পাশাপাশিই রেলের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন যে, সময় মতো যাতে ট্রেন চালানো হয়। গতকাল পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, শনি ও রবিবার শিয়ালদহ বিভাগে অনেক লোকাল ট্রেন বাতিল হবে।
Sponsored Ads
Display Your Ads Here
যা তৃণমূলের তরফে ‘চক্রান্ত’ বলা হয়েছিল। যদিও সন্ধ্যার পর রেলের তরফেই আবার জানানো হয়, ভুল করে ওই খবর রটে গিয়েছিল। ট্রেন চলাচল বন্ধ হবে না। প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী থাকাকালীন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবীতে মহাকরণ অভিযান ডেকেছিলেন। সেখানেই পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তবে পরের বছর থেকেই জাতীয় নির্বাচন কমিশন সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করার বিষয়ে অগ্রসর হয়। আর তৃণমূল তৈরী হওয়ার পর থেকে প্রতি বছর এই কর্মসূচী পালন করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here