নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের বেতুলে ৪০ জন পুলিশকর্মী নির্বাচনী কাজ সেরে বাসে করে ভোপাল-বেতুল হাইওয়ে ধরে রাজগড়ে ফেরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হাইওয়ের পাশে নীচু জায়গায় গিয়ে পড়ে। এই দুর্ঘটনার জেরে ২১ জন পুলিশকর্মী আহত হয়েছেন। ওই পুলিশকর্মীদের মধ্যে হোমগার্ড, পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, গতকাল থেকে গোটা দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম দফাতে মধ্যপ্রদেশের ছয়টি আসনে নির্বাচন ছিল। ওই পুলিশকর্মীরা ছিন্দওয়াড়াতে ওই নির্বাচনের কাজেই গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর অন্যান্য গাড়ির চালকরা তাদের উদ্ধারকাজে হাত লাগান। পরে উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে তাদের মধ্যে আট জনের গুরুতর অবস্থা।
এদিকে এই দুর্ঘটনার পর পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে জানতে পেরেছে যে, বাসচালক একটি ট্রাককে পাশ কাটিয়ে বেরোতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপরই বাসটি পাল্টি খেয়ে এই দুর্ঘটনাটির মুখোমুখি হয়।