ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের কাবুলে খাইরখানা এলাকায় একটি মসজিদে প্রার্থনা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের জেরে অন্তত ২১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতোটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। এই ভয়াবহ ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here