নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ২০০০ টাকার নোটের পর এবার ২০০ টাকার নোটও বন্ধ হয়ে যেতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, বাজার থেকে সব দু’শো টাকার নোট তুলে নেওয়া হবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো।
নোটবন্দির সময় যেমন রাতারাতি বাজার থেকে দু’হাজার টাকার নোট বাতিল হয়েছিল। তেমন দু’শো টাকার নোটও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে ভারতের বাজারে দু’শো টাকা ও পাঁচশো টাকা টাকার নোট সর্বাধিক প্রচলিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, দু’হাজার টাকার নোট নিষিদ্ধ করার পর দেশে দু’শো টাকা এবং পাঁচশো টাকার জাল নোটের প্রচলন ক্রমাগত বাড়ছে। তাই আরবিআই মানুষকে লেনদেনের সময় তাই অতিরিক্ত সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু দু’শো টাকার নোট বন্ধ হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাল নোটের বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর লেনদেনের সময় নোটগুলি সঠিকভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। যদি কেউ জাল নোট খুঁজে পায়, তা নিয়ে তাদের অবিলম্বে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিকদের কাছে নিয়ে যাওয়া উচিত বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, দু’শো টাকা সঠিক কিনা জানতে লক্ষ্য রাখতে হবে যে, ১) দু’শো টাকার নোটের বাম দিকে দু’শো দেবনাগরী লিপিতে লেখা থাকবে।
২) মাঝখানে মহাত্মা গান্ধীর একটি স্পষ্ট ছবি সহ ‘আরবিআই’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’ ও ‘২০০’ খুব ছোটো অক্ষরে অর্থাৎ মাইক্রো ফন্টে লেখা আছে। আর ডান পাশে অশোক স্তম্ভের প্রতীক থাকে।
Sponsored Ads
Display Your Ads Here