নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বীরভূমের দুবরাজপুরের মামুদপুর গ্রামে তল্লাশি চালিয়ে একটা পুকুরের ধারে ঝোপের মধ্যে থেকে ২০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে।
জানা গেছে, তল্লাশি অভিযান চলাকালীন এই তাজা বোমাগুলি কয়েকটি জ্যারিক্যানে থরে থরে সাজানো অবস্থায় দেখতে পাওয়া যায়। কে বা কারা বোমাগুলি ওই জায়গায় রেখেছিল, তা খুঁজে বার করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। বোমাগুলি পঞ্চায়েত ভোটে ব্যবহার করার উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখার পাশাপাশি সিআইডির বম্ব ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আবহে বীরভূমের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। এর আগে সোমবার দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরের ছাদ থেকে পলিথিনের প্যাকেটে মোড়া চারটি তাজা বোমা উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামের বাসিন্দা শেখ আলমের বাড়ির থেকে প্রায় পনেরোটি তাজা বোমা উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই ওই পরিবারের সদস্যরা পালিয়ে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here