পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদারের সমর্থনে সভা ছিল। ওই নির্বাচনী সভা সেরে বাড়ি ফেরার পথে রায়দিঘির মান্নার চকের কাছে তৃণমূলের ইঞ্জিন ভ্যান উল্টে ২০ জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতরা দিঘিরপাড়ের বকুলতলা গ্রামের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, “ইঞ্জিন ভ্যানটির সামনে একটি বাইক চলে এসেছিল। আর বাইকটিকে বাঁচানোর জন্য ইঞ্জিন ভ্যানের চালক সজোরে ব্রেক কষতেই ইঞ্জিন ভ্যানটি উল্টে যায়। এছাড়া ওই ইঞ্জিন ভ্যানের পিছনে আসা আরো একটি ভ্যানও এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে।” দুর্ঘটনার পর আশেপাশে থাকা তৃণমূলের অন্যান্য কর্মীরা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই দুর্ঘটনার পর বিধায়ক অলক জলদাতা আহতদের দেখতে হাসপাতালে যান। পাশাপাশি তৃণমূল প্রার্থী বাপী হালদারও ঘটনাস্থলে পৌঁছে যান। আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।