ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় ২০ জন নাগরিকের। আর জখম হয়েছেন অন্তত ৯৬ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। ফলে ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন। কিন্তু ওই ধ্বংসস্তূপের নীচে কত জন চাপা রয়েছেন তা প্রাথমিক ভাবে জানা যায়নি।
স্থানীয় পুলিশ খবর পেয়ে পুরো এলাকা ঘিরে ফেলেছেন। এছাড়া মসজিদে এসে উদ্ধারকাজও শুরু করেন। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের মধ্যে ১৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।