নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের সিউড়ির মিনিস্টিল এলাকায় ঝামেলার ঘটনায় ইতিমধ্যে স্থানীয় যুব তৃণমূল নেতা বাবু আনসারি সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন পুলিশ ওই এলাকায় বিবাদ থামাতে যান। কিন্তু পুলিশকর্মীরা দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়েন। এলাকাবাসীদের বিক্ষোভের মুখেও পড়েন। আর পুলিশ সেই ঘটনায় এখনো অবধি ২০ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৭ জন পুরুষ ও ১৩ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় আমির আনসারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাল্লু আনসারি এবং রসুলউদ্দিন আনসারির কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের মল্লিকপুর অঞ্চল সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জেরে পুলিশ পুরো এলাকায় কড়া নজরদারী চালাচ্ছে। অন্যদিকে, সমগ্র ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here