ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল ভোরবেলা পাকিস্তানের গিলগিট বালতিস্তানের ডায়মার জেলায় দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় রাওয়ালপিন্ডি থেকে গিলগিটগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ২২ জন আহত হয়েছেন। এলাকাটি চিলাস শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত।
সূ্ত্রের খবর, বাসটি যশোখালে এলে ওভারস্পিডিং বা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিলাসের একটি হাসপাতালে পাঠায়। জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ জানান, “উদ্ধার অভিযানে সেনা হেলিকপ্টার অংশ নেয়। আহতদের মধ্যে কমপক্ষে পাঁচ জনের গুরুতর অবস্থা। এদের মধ্যে দু’জনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফও বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। পাশাপাশি আহতদের সব ধরণের চিকিৎসার সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here