ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ আজ ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তার একটি সাত তলা অফিস বিল্ডিংয়ে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় প্রায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। জানা গিয়েছে, বাড়িটির একতলায় আগুন লাগতেই ওই আগুন বাকি অংশে ছড়িয়ে পড়ে। আর ওই সময় বিল্ডিংয়ের মধ্যে অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। ফলে আগুন লাগতেই হুড়োহুড়ি পড়ে যায়।

সূত্রের খবর, অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজও চলতে থাকে। এদিকে, অনেকেই মই ব্যবহার করে উঁচু বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। উল্লেখ্য, এই অফিস বিল্ডিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার দপ্তর রয়েছে। জাপানের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারক সংস্থা Terra Drones-এরও অফিস রয়েছে। কিন্তু সংস্থার তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই আগুন লেগেছে কিভাবে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও বিষয়টির তদন্ত শুরু করা হচ্ছে।










