নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার ওন্দায় ষাট নম্বর জাতীয় সড়কের উপর বিষ্ণুপুরগামী একটি যাত্রী বোঝাই বেসরকারী বাস ও বাদাম বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম দুই জন গাড়ির চালক সহ বাসের প্রায় ২০ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের দাবী, “বাসটি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ওন্দা ডাকঘরের সামনে আচমকাই উল্টো দিক থেকে আসা বাদামবোঝাই একটি পিকআপ ভ্যান বাসটিতে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় হওয়া প্রবল ধাক্কার শব্দে স্থানীয়রা সকলে ছুটে আসেন। পাশাপশি ওন্দা থানার পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান।
এরপর স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পিকআপ ভ্যানটির পিছনের ডান দিকের চাকা ফেটে যাওয়াতেই তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জেরে দুর্ঘটনাটি ঘটে।