অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সাতসকালে তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় যাত্রী বোঝাই একটি সরকারী বাস উল্টে এলাকায় শোরগোল পড়ে যায়। আর আহত প্রায় ২০ জন। বাসটি পার্কসার্কাস থেকে সায়েন্স সিটি যাচ্ছিল। রাস্তা জুড়ে ভিড় জমে যায়। এর জেরে তপসিয়া মোড়ে যানজটও হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবী, ‘‘প্রথম থেকেই বাসটি দ্রুত গতিতে চলছিল। এরপর বাসের সামনে একটি বাইক চলে আসায় বাসটি সেটি কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।‘‘ বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় সেখান দিয়ে যাত্রীদের উদ্ধার করা সম্ভব না হলেও পরে স্থানীয়রা পিছনের দিকের জানলা ভেঙে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, বাসের সামনের চাকা পাংচার হয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। টায়ার ফাটার আওয়াজও পাওয়া যায়।

এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আবার আশঙ্কাজনক। এদিকে, উল্টে যাওয়া বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হতেই যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, সপ্তাহের দ্বিতীয় দিনেই মেট্রো বিভ্রাট। এদিনও সেই ব্লু লাইনে। এদিন নেতাজী ভবন ও রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে মেট্রো আটকে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। জানা যায়, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়। ওই সময় মেট্রোতেই থাকা এক জন যাত্রী জানান, ‘‘আচমকাই মেট্রো রেকে অন্ধকার নেমে আসে। সব আলো বন্ধ হয়ে যায়। তারপরই মেট্রো একেবারে সুড়ঙ্গের মাঝে থেমে যায়।‘‘ তবে আপাতত বিপত্তি কাটিয়ে পরিষেবা স্বাভাবিক হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









