নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ ভোরে রাজস্থানের জয়পুরে পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষ হতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আর একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার জেরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আর কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতার ফলে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। এমনকি কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়।
সূত্রের খবর, এদিন ৫টা ৩০ মিনিট নাগাদ পেট্রোল পাম্পে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। তখন একটি কেমিক্যাল ভর্তি ট্রাক এসে ওই ট্যাঙ্কারে ধাক্কা মারতেই দু’টিতে আগুন ধরে যায়। এছাড়া পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আরো কুড়িটি গাড়িতে আগুন ধরে যায়। এরপরই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান।