অনুপ চট্টোপধ্যায়ঃ কলকাতাঃ রাতের অন্ধকারে নিউটাউনের বিবি ব্লকের রাস্তায় তরুণীর শ্লীলতাহানির ঘটনায় নিউটাউন থানার পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, “বুধবার রাতেরবেলা দুই অভিযুক্ত একটি চায়ের দোকানে ছিল। অভিযুক্তরা হলো ২১ বছর বয়সী সবুজ শীল ও ২৭ বছর বয়সী রাজু মজুমদার। আর তখনই রাস্তা দিয়ে কুড়ি বছর বয়সী এক তরুণীকে যেতে দেখে বাইক নিয়ে পিছনে পিছনে যেতে শুরু করে।
এরপর নানা অশ্লীল ইঙ্গিত এবং মন্তব্যও চলতে থাকে। বেশ কিছুক্ষণ এই উত্পাত সহ্য করার পর ওই তরুণী ঘুরে দাঁড়িয়ে সবুজ ও রাজুর সামনে গিয়ে এমন আচরণের কারণ জিজ্ঞেস করেন। এছাড়া এই ঘটনার ভিডিও তোলার চেষ্টা করা হলে ওই তরুণীর ফোন কেড়ে নেওয়া হয়।
এর কিছুক্ষণ পর নিউটাউন পুলিশ রাস্তার উপর ওই তরুণীকে রাস্তায় একা দেখে ওই তরুণীকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সার পর বাড়ি পৌঁছে দেওয়া হয়। তারপর পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউটাউন বিবি ব্লকের সিসিটিভি ফুটেজ দেখে ওই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।