স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ আজও মানুষের মধ্যে রয়েছে প্রচুর সচেতনতার অভাব। তাই তো অকালেই হারাতে হয় প্রাণ। আর এবার সেই চিত্র আরো একবার ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জন যুবকের। নদীয়ার রানাঘাট গেদে সেকসনের পাঁচবেরিয়া রেলস্টেশন সংলঘ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা গেছে, গতকাল আনুমানিক রাত ৮ টা নাগাদ রেললাইনে বসে স্থানীয় বাপ্পা শেখ ও আরিফুল ধাবক নামের দুই যুবক রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিলেন। আচমকাই শিয়ালদা গামী ডাউন লাইনে একটা মালগাড়ি চলে আসে আর তাতেই ধাক্কা লেগে দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়।
https://www.youtube.com/watch?v=ac8ZHBzWR8g
Sponsored Ads
Display Your Ads Hereপ্রত্যক্ষদর্শীরা জানায় যে, তারা রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলেন আর সেই সময় ডাউন লাইনে মালগাড়ি ঢুকে পড়ায় দুই জনে সেখানেই কাটা পড়ে যায়। এরপর রানাঘাট জিআরপিতে খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।