নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন মুড়াগাছা রেলগেট এলাকায় রেললাইনে বসে ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ২ জন যুবকের। মৃতরা মুড়াগাছা এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী সাব্বির শেখ ও ২১ বছর বয়সী শাহিন শেখ।
জানা গিয়েছে, সাব্বির এবং শাহিনের মোবাইল গেমের প্রতি চরম আসক্তি ছিল। আর এদিনও সেই আসক্তি থেকে রেললাইনে বসে কানে হেডফোন গুঁজে গেম খেলছিল। ওই সময় শিয়ালদহ-লালগোলা লাইনের উপর দিয়ে দ্রুত গতিতে আপ ধনধান্য এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। সেই সময় তাদের কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল এমনকি আশপাশে থাকা লোকজনের চিৎকারও কানে যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এর জেরে ট্রেনের ধাক্কায় সাব্বির ও শাহিনের মৃতদেহ ছিটকে পড়ে। এরপর প্রত্যক্ষদর্শীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রেল সূত্রে খবর, সাব্বির এবং শাহিনকে রেললাইনের উপর বসে থাকতে দেখে ট্রেনের গার্ড ট্রেনের চালককে সতর্ক করেছিলেন। কিন্তু ট্রেন দ্রুত গতিতে থাকায় এত স্বল্প দূরত্বে কোনো ভাবেই ট্রেন থামানো সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত বলা যেতে পারে যে, মোবাইল ব্যবহারের কারণে ইদানীং ট্রেনের ধাক্কায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। রেল ও প্রশাসনের তরফ থেকে বারংবার সাধারণ মানুষকে সতর্কও করা হলেও যে পরিস্থিতির বিশেষ উন্নতি হচ্ছে না, এই ট্রেন দুর্ঘটনাই তার আরো এক প্রমাণ।
Sponsored Ads
Display Your Ads Here