নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ সোশ্যাল মিডিয়া থেকে আলাপ। তারপর প্রেম। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়ে নাবালিকা গিয়েছিল ঘুরতে। আর তখনই নিকৃষ্ট ঘটনা। অষ্টম শ্রেণির ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কামাখ্যাগুড়ি থানা এলাকায়। এই ঘটনায় গ্রেফতার দুই যুবক।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফোন নম্বর আদানপ্রদান করে দু’জন। ক্রমেই বাড়ে মেলামেশা। শনিবার ঠিক এমনই ভাবে ঘুরতে বেরিয়েছিল ওই যুবক ও নাবালিকা। কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলেও নাবালিকা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোক। নির্যাতিতার অভিযোগ, ওই যুবক তাঁর এক বন্ধুর সঙ্গে ওই ছাত্রীকে এক নিকট আত্মীয়ের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর রাতে দুই বন্ধু মিলে ওই তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার সকালে এলাকাবাসী এই ঘটনার কথা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে নাবালিকার বাবা থানায় যায়। ওই যুবক এবং তাঁর বন্ধুর নামে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এবং তাঁর বন্ধুকে গ্রেফতার করে। সোমবার দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়। অপরদিকে নাবালিকাকে শারীরিক পরীক্ষা করে তাকে ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটির’ কাছে উপস্থিত করা হয়। তার কাউন্সিলিং করে তাকে কোচবিহার হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার সরকারি আইনজীবী পীযুষ দত্ত বলেন, “দু’জনকে আদালতে তোলা হয়েছিল।পুলিশ দুই অভিযুক্তকে রিমান্ডে নিয়েছে।” নির্যাতিতার মা-বাবা আদালত চত্বরে ওই ছাত্রীর মা বাবা ধৃতের ফাঁসির দাবি করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here