অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিলজলা এলাকার একটি কারখানা। এই ঘটনায় মৃত্যু হয় ২ জনের। এই অগ্নিকাণ্ডের জেরে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানা থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে আসতে দেখে এলাকাবাসীরা দমকল বিভাগকে খবর দেন। দমকল কর্মীরা খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর দমকল কর্মীদের তৎপরতায় ছাপাখানার ভিতর থেকে দু’টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। যারা সম্পর্কে বাবা-ছেলে।
এছাড়া জানা যায়, ওই কারখানায় হাওয়াই চটি ছাপার কাজ হত। ফলে চামড়া সহ একাধিক দাহ্য বস্তু মজুত ছিল। আর অগ্নিকাণ্ডের সময় মৃতেরা ছাপাখানার ভিতরেই কাজ করছিলেন বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট ভাবে না জানা যাওয়ায় আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।