নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতেরবেলা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করার পাশাপাশি গাঁজা পাচারের অভিযোগে ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো মুর্শিদাবাদের বাসিন্দা ইনজামামুল হক ও আজিজুল ইসলাম।
জানা গিয়েছে, পুলিশ পাণ্ডবেশ্বরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় গাঁজার কারবার চলার খবর পেয়ে এদিন অভিযান চালিয়েছিল। প্রথমে পুলিশ সন্দেহবশত ইনজামামুল হক এবং আজিজুল ইসলামকে আটক করে। এরপর ওই দুই জন ব্যক্তির আস্তানায় তল্লাশি চালাতেই প্রচুর গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, “আনুমানিক প্রায় পঁচিশ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। তারপরই ইনজামামুল হক ও আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন থেকে ইনজামামুল হক এবং আজিজুল ইসলাম মাদক পাচারের সাথে যুক্ত। কিন্তু এই উদ্ধার হওয়া গাঁজা তারা কোথায় কি উদ্দেশ্য পাচার করতে চেয়েছিলেন, সেই বিষয় এখনো অবধি স্পষ্ট ভাবে সঠিক কিছুই জানা যায়নি। তবে পুলিশী জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here