নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ প্যাঙ্গোলিন হলো ফোলিডোটা বর্গের আঁশযুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয় বলে মালয় ভাষায় এদের পেঙ্গুলিং বলে। এই পেঙ্গুলিং থেকেই ইংরাজি নাম প্যাঙ্গোলিন এসেছে।
এবার বেশ কিছু পাচারকারীরা এই প্যাঙ্গোলিন নিয়ে মেঘালয় থেকে মুম্বই হয়ে দুবাইতে পাচারের পরিকল্পনা করেছিল। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে বন দপ্তরের বিশেষ দলের তৎপরতায় এই জ্যান্ত প্যাঙ্গোলিন পাচারের চেষ্টা আটকানো সম্ভব হয়েছে।
চার জন পাচারকারী একটি বাক্সের মধ্যে করে পাঙ্গলিনটিকে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই বন দপ্তরের কর্মীরা দুই জন পাচারকারীকে গ্রেফতার করে। তবে কুখ্যাত আরো দুই জন পাচারকারী পালিয়ে গিয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার অন্তর্গত ঝাঁঝাঙ্গিতে প্যাঙ্গলিনটিকে নিয়ে আসা হয়।
গতকাল অপরাধীদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছিল। বিচারক ওই অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।