নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে ২ জন পর্যটক মারা যান। আর আরো এক জন পর্যটকের খোঁজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃতরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা।
সূত্রে খবর, দুর্গাপুর থেকে ছ’জন পর্যটকের একটি দল মন্দারমণির সমুদ্র সৈকত লাগোয়া একটি হোটেলে উঠেছিলেন। এরপর ১২টা ৩০ মিনিট নাগাদ সকলেই সমুদ্রে স্নান করতে নামেন। আর তখন সমুদ্র উত্তাল থাকায় তারা তলিয়ে যান। এদিকে হোটেলকর্মী সহ উদ্ধারকারী দল ঘটনাটি দেখা মাত্র দ্রুত সমুদ্রে নেমে পাঁচ জনকে উদ্ধার করেন। তারপর হাসপাতালে ভর্তি করেন।

কিন্তু তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো এক জন নিখোঁজ রয়েছে। তবে এখনো অবধি নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। যদিও এই দুর্ঘটনার পর আবারও মন্দারমণির সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।