নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে ২ জন পর্যটক মারা যান। আর আরো এক জন পর্যটকের খোঁজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃতরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা।
কিন্তু তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো এক জন নিখোঁজ রয়েছে। তবে এখনো অবধি নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। যদিও এই দুর্ঘটনার পর আবারও মন্দারমণির সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।