নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের হাপুরের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই দলিত ছাত্রীর বিদ্যালয়ের পোশাক জোর করে খোলার অভিযোগ উঠেছে দুই জন শিক্ষিকার বিরুদ্ধে।
ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, ‘‘বিদ্যালয়ের ইউনিফর্ম পরে সমস্ত পড়ুয়ার ছবি তোলা হচ্ছিল। ওই সময় অন্য দুই জন ছাত্রীর পরনে বিদ্যালয়ের পোশাক ছিল না। তাই দুই জন শিক্ষিকা দুই জন দলিত ছাত্রীর পোশাক খুলে ওই দুই জন ছাত্রীকে পরতে বলেন।
কিন্তু দুই জন দলিত ছাত্রী নিজেদের ইউনিফর্ম খুলতে রাজি না হওয়ায় ওই দুই জন শিক্ষিকা দুই জন দলিত ছাত্রীকে মারধর করে ইউনিফর্ম খুলে দেন।’’ অন্য এক জন ছাত্রীর বাবা এই ঘটনার বিষয়ে জানান, ‘‘তফশিলী সম্প্রদায় বলে ওই দুই জন ছাত্রীর সাথে এমন ঘৃণ্য আচরণ করা হয়েছে।’’
তবে ওই অভিযুক্ত শিক্ষিকাদের মধ্যে একজন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘দুই জন পড়ুয়া সাধারণ পোশাক পরে আসায় ওই দুই জন ছাত্রীকে ইউনিফর্ম দিতে বলা হয়েছিল। এই ঘটনায় ওই দুই জন শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর পাশাপাশি ইতিমধ্যে ওই দুই জন শিক্ষিকাকে সাসপেন্ডও করা হয়েছে।