চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ঠাকুরপুকুরে একটি পুলকার উল্টে গুরুতর আহত হয়েছে ২ জন স্কুল পড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার জন পড়ুয়াকে নিয়ে ওই পুলকার একটি বেসরকারী বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। কিন্তু জোকার দিক থেকে তারাতলার দিকে যাওয়ার সময় ঠাকুরপুকুর দাসপাড়া এলাকায় জেমস লং সরণীর কাছে পুলকারটির চাকা ডিভাইডারে উঠতেই পাল্টি খেয়ে যায়। আর এই দুর্ঘটনার জেরে পুলকারটির কাচ ভেঙে যায়।
এছাড়া চার জন পড়ুয়াদের মধ্যে দু’জন ছাত্রের যৎসামান্য আঘাত লাগে। এরপর তড়িঘড়ি ওই ছাত্রদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে আহত ছাত্রদের পরিবারের সদস্যরা এসে তাদের নিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ক্রেন নিয়ে এসে উল্টে যাওয়া পুলকারটিকে সরিয়ে নিয়ে গিয়েছেন।