নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ মাধ্যমিকের ফল প্রকাশের দিনই জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায় পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে লজ্জায় এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত ছাত্রীর নাম প্রতিমা প্রধান। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিমা পাশ করতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিল। নানা ভাবে বোঝানোর চেষ্টা করাও হয়েছিল। কিন্তু বিকেলবেলা একটু চোখের আড়াল হতেই রান্নাঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর তা দেখামাত্র দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, মাথাভাঙ্গা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবিজি কুটা গ্রামে এক জন মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মল্লিকা পরপর তিন বার অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই পথ বেছে নিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাথাভাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙ্গা মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here