Indian Prime Time
True News only ....

অভিযান সেরে ফেরার পথে বোমার আঘাতে মৃত্যু হলো ২ জওয়ানের

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ মাওবাদীদের ধরার জন্য অভিযান সেরে ফিরছিলেন পুলিশ কর্মী এবং জওয়ানেরা। পথে তাঁদেরই রাখা আইইডি ফেটে মৃত্যু হল ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-র দুই জওয়ানের। আহত দুই পুলিশকর্মী। ছত্তীসগঢ়ের অবুঝমাঢ় অঞ্চলের কোডলিয়ার গ্রামে এই ঘটনা হয়েছে।

শনিবার দুপুরে ছত্তীসগঢ়ের ধুরবেদাতে মাওবাদী দমন অভিযানে গিয়েছিল আইটিবিপি, বিএসএফ (সীমান্ত রক্ষী বাহিনী), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দল। নারায়ণপুরে ফেরার সময় পথে কোডলিয়ার গ্রামের কাছে বিস্ফোরণ হয়। তাতে মৃত্যু হয়েছে আইটিবিপির অমর পানওয়ার এবং কে রাজেশ নামে দুই জওয়ানের। পানওয়ার মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা। রাজেশ অন্ধ্রপ্রদেশের কাদাপার বাসিন্দা। তাঁদের দু’জনেরই বয়স ৩৬ বছর। আইটিবিপির ৫৩ নম্বর ব্যাটালিয়নের সদস্য তাঁরা। আহত দুই পুলিশকর্মী নারায়ণপুর জেলার বাসিন্দা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনের অবস্থা এখন স্থিতিশীল।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত ৪ অক্টোবর অবুঝমাঢ় অঞ্চলে নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হয়েছেন ৩৮ জন মাওবাদী। ছ্ত্তীসগঢ়ে গত ২৪ বছর ধরে মাওবাদী দমন অভিযানের ইতিহাসে একটি অভিযানে এত জন নিহত হননি। নিহতদের মধ্যে ছিলেন কমান্ডার কমলেশ ওরফে আরকে এবং মুখপাত্র উর্মিলা ওরফে নীতি। এ বার ওই রাজ্যে অভিযান চালাতে গিয়ে নিহত হলেন দুই জওয়ান।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored