মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বাগদা সীমান্তে এক জন মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়ানের এক জন এএসআই ও এক জন কনস্টেবল। আজ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা নির্যাতিতা গণধর্ষণের অভিযোগ তুলে জানিয়েছে, ‘‘তাকে বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে গণধর্ষণ করা হয়েছে।’’ আর এই অভিযোগের ভিত্তিতেই দুই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরী হলেও পুলিশ সব পরিস্থিতির দিকে নজর রাখছে।
Sponsored Ads
Display Your Ads Here