নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কলেজ মোড় এলাকা থেকে বিএসএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা হাতির দাঁত পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। দাঁতটির বাজার মূল্য অন্তত ৫ লক্ষ টাকা।
জানা গিয়েছে, জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়েই ওই কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। অভিযুক্তরা হলো বাগডোগরার বাসিন্দা নিতুলাল নাগাচিয়া। বয়স ৫০ বছর ও ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা বুদু সমাদ। বয়স ৫৪ বছর।
নিতুলাল এবং বুদুকে এই পাচারের বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এও জানা যায় যে, উদ্ধার হওয়া হাতির দাঁতটি নেপালে পাচারের উদ্দেশ্য করা হচ্ছিল। এরপর উদ্ধার হওয়া হাতির দাঁতটি ঘোষপুকুর বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।