নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার ইন্দাস থানার নাড়রা গ্রামে খড়ের ছাউনিতে আগুন লেগে প্রাণ হারালো ১ বছর বয়সী পূর্ণিমা শবর ও ৩ বছর বয়সী সুস্মিতা শবর। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে ধনঞ্জয় শবর তার স্ত্রী সহ তিন জন সন্তানকে নিয়ে ওই গ্রামে ধান কাটার কাজ করতে এসেছিলেন। ধানজমি সংলগ্ন এলাকায় খড়ের অস্থায়ী ছাউনি করে সপরিবার থাকতেন। অন্যান্য দিনের মতো গতকালও স্বামী-স্ত্রী ধান কাটার কাজ করতে যান। কিন্তু কাজ করতে করতে খবর পান ওই ছাউনিতে আগুন লেগেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ক্ষেত থেকে ছুটে বাড়ি গিয়ে দেখেন, পূর্ণিমা এবং সুস্মিতার আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। তবে বড়ো ছেলেটি কোনো ভাবে বেঁচে গিয়েছে। ইন্দাস থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠান। আর এই আগুন লাগলো কিভাবে তা নিয়ে তদন্ত শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here