পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানায় গুরুদাসপুর এলাকায় বাড়িতে ঢুকে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতরা হলো ৪৫ বছর বয়সী বাসন্তী প্রামাণিক ও ৫৫ বছর বয়সী বিশা প্রামাণিক। বাসন্তী দেবী এবং বিশা দেবী দু’জনেই অবিবাহিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালবেলা এক জন যুবক তাদের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় বাসন্তী দেবী ও বিশা দেবীকে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খণ্ড-বিখণ্ড মৃতদেহ দু’টিতে একাধিক কোপের চিহ্ন ছিল। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু এই খুনের নেপথ্যে পুরোনো কোনো শত্রুতা ছিল না সম্পত্তি নিয়ে কোনো বিবাদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।