Indian Prime Time
True News only ....

বিজেপি কর্মীদের গ্রেফতারের জেরে আদালতে ভর্ৎসিত হলেন ২ জন পুলিশ

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও উত্তর চব্বিশ পরগণার ন্যাজাট থানার পুলিশ দুই জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। এই অভিযোগে ন্যাজাট থানার ওসি শুভাশিস প্রামাণিক ও এসআই রাজেশ হালদার নামে দুই জন পুলিশ আধিকারিক বসিরহাট মহকুমা আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন।

প্রসঙ্গত, নির্বাচনের দিন বসিরহাট লোকসভার সন্দেশখালির বয়ারমারিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ এবং বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সন্দেশখালি থানার এসআই সাগির গাজিকে আক্রমণের অভিযোগে সব মিলিয়ে বারো জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি এলাকা থেকে বিজেপি কর্মী নুনকু পাইক ও ভাস্কর হাজরা নামে দু’জনকে গ্রেফতার করা হয়। এরপর নুনকু পাইক এবং ভাস্কর হাজরা নিজেদের নির্দোষ দাবী করে হাইকোর্টে গেলে আদালত ওই মামলায় স্থগিতাদেশ দেয়। কিন্তু গতকাল রাতেরবেলা ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিন আদালতে নুনকু পাইক ও ভাস্কর হাজরার আইনজীবী জানান, “কোনো রকম নোটিশ ছাড়াই নুনকু পাইক এবং ভাস্কর হাজরাকে গ্রেফতার করা হয়।” বস্তুত, ওই মামলা আদালতে ওঠার পর বিচারক এক ঘণ্টার মধ্যে শুভাশিস প্রামাণিক ও রাজেশ হালদারকে আদালতে তলব করেন। এরপর দু’জন আদালতে হাজির হলে তাদের গ্রেফতারীর জন্য কারণ জানতে চাওয়া হয়। তবে কোনোরকম সদুত্তর দিতে না পারার কারণে ভর্ৎসিত হয়েছেন। অতঃপর আদালতে নুনকু পাইক এবং ভাস্কর হাজরার জামিনের আবেদনের শুনানি শুরু হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored