নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ গতকাল গভীর রাতেরবেলা নৈশ টহলদারীর সময় পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা লেগে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আর দুর্ঘটনার খবর পাওয়া পরেই জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এলাকায় যান। জানা যায়, গতকাল মহিষাদল থানার পুলিশ ১১৬ নম্বর হলদিয়া মেচেদা জাতীয় সড়কে টহলদারি দিচ্ছিল।
পুলিশের গাড়িটি গাড়ুঘাটায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। আর চালক পাশের একটি চায়ের দোকান থেকে চা আনতে যান। তখন গাড়িতে SI জয়ন্ত ঘোষাল ও আরো দু’জন পুলিশকর্মী ছিলেন। ওই সময় হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি ডাম্পার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। আর গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায়। রাস্তার ধারে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ডাম্পারটি পুলিশের গাড়িটিকে সেখান অবধি নিয়ে যায়। এরপর পুলিশের গাড়িটি ওই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
নয়ানজুলিতে পড়ে যাওয়ার পর জয়ন্ত ঘোষাল এবং শেখ সাহানার নামে আরেক পুলিশকর্মী গাড়ি থেকে বেরোতে না পারায় তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর একজন পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘাতক ডাম্পারটি ধাক্কা মারার পর পালিয়ে যায়। নন্দকুমার থানার পুলিশ খবর পেয়ে ডাম্পারটিকে আটক করে ডাম্পার চালককে গ্রেফতার করেন। পাশাপাশি ধৃত চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here