নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গোরু পাচার আটকাতে গিয়ে পুলিশের গাড়ি চালকের মৃত্যু হয়েছে। আর ২ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তবে এই ঘটনার পরই আহত পুলিশ কর্মীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রামে পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু ষাঁড় ঘোরাঘুরি করছিল। বিগত বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা এসে এলাকা থেকে ষাঁড় তুলে নিয়ে চলে যাচ্ছিল। বাসিন্দাদের দাবী, “গতকাল ভোর রাতের দিকে এলাকার শিব মন্দিরের সামনে একটি ষাঁড় শুয়েছিল। আর তখনই দুষ্কৃতীরা সেটিকে চুরি করার মতলব করছিল। এমনকি ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। টহলরত পুলিশকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু পুলিশকে আসতে দেখেই ডাম্পারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওই সময় পুলিশের গাড়ির চালক দুষ্কৃতীদের ধরতে বুদ্ধি করে গলির মোড়ে গাড়িটিকে আড়াআড়িভাবে দাঁড় করায়। আর সেই মুহূর্তে ডাম্পারটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়।” এই ঘটনায় পুলিশের গাড়ির চালক ও দু’জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। এরপর তাদের উদ্ধার করে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই চালককে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর বাকি দু’জন পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।