নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলেঙ্গানার তুপ্রানের রাভেল্লির মেদক জেলার দিন্দিগালের এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর Pilatus PC 7 Mk-II বিমান ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় বায়ুসেনার ২ জন পাইলটের মৃত্যু হয়েছে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, পিলাটাস ট্রেনার বিমানটি সুরাতগড়ের এয়ারফোর্স স্টেশন থেকে একটি নিয়মিত অপারেশনাল প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল৷ এরপর পাইলট অনবোর্ড জরুরী অবস্থার সম্মুখীন হওয়ায় অবতরণের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। আর দুই জন পাইলটের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাইলটকে সুরতগড় ঘাঁটি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তর পূর্ব থেকে উদ্ধার করা হয়। বিমানটিতে একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন। দুর্ঘটনাটির কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের এক্স হ্যান্ডেলে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here