মিঠু রায়ঃ কলকাতাঃ এবার লালবাজারের পুলিশ অবৈধ কল সেন্টার চালানোর অপরাধে ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১ জন কেরালার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই দু’জনকে নিউটউন এলাকা থেকে ধরা হয়। পুলিশ আদালতে ধৃত এই দু’জনকে পেশ করলে ২৬ শে জুলাই অবধি দু’জন ধৃতের পুলিশ হেফাজত হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই একই অভিযোগের ভিত্তিতে পুলিশ জুন মাসে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল। অভিযুক্তরা এই ঘটনায় কয়েক কোটি টাকা বিদেশীদের কাছ থেকে আত্মসাত্ করে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code