নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বিদেশে চাকরী দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে নদীয়ার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা সনৎ সাহা ও পরিতোষ ঘোষকে গ্রেফতার করলেন পুলিশ।
পরিবার সূ্ত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে সনৎ এবং পরিতোষ টাকার বিনিময়ে বিদেশের বিভিন্ন সংস্থায় শ্রমিক পাঠানোর কাজ করে আসছেন। প্রায় ছয় মাস আগে তারা নদীয়ার হাঁসখালি ও উত্তর চব্বিশ পরগণার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে বিনিময়ে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে পাঠান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সেখানে যাওয়ার পর কোনো কাজ দেওয়া হয়নি। দীর্ঘ দিন বসে থাকার পর যুবকদের পরিবারের সদস্যরা ওই দালালদের চাপ দিতে থাকলে শেষ অবধি অন্য একটি সংস্থায় কম বেতনের কাজ দেওয়া হয়। তবে সেই কাজের জন্য দেড় মাসের বেশী বেতন পাননি। আর তাই সেখান থেকে ওই যুবকরা বারেবারে নিজেদের কঠিন পরিস্থিতির কথা জানাতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই এজেন্টদের কাছে গিয়ে বিষয়টি বললেও কোনো লাভ না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানানো হলে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সনৎ এবং পরিতোষকে গ্রেফতার করে রানাঘাট আদালতে হাজির করলে বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই ঘটনার সাথে আর কোনো চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here