বাপি রায়ঃ কলকাতাঃ কলকাতার পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালানোর জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১ জন মহিলার। পরে নিজেও গুলি চালিয়ে গুলিবিদ্ধ হন।
জানা গিয়েছে, আজ ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসে মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রায় দশ থেকে পনেরো রাউন্ড গুলি চালান। এরপর তার ছোঁড়া গুলি এক জন বাইক চালকের পিঠে গিয়ে লাগে।
তারপর বাইকের পিছনে থাকা এক জন মহিলারও গুলি লাগতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গিয়েছে ওই মহিলা কোনো অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এছাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
তবে ওই নিরাপত্তাকর্মী গলার কাছে গুলি করে নিজেকেও হত্যা করেন। এর পাশাপাশি এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এদিন পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।