নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের চোপড়ার মালিগাঁও বাজারে নকল সার বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বচসা বাঁধে। আর সেই বচসা ধীরে ধীরে গুলি চালনায় পরিণত হলো। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন ও আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল এক ব্যক্তি একটি সারের দোকানে আসেন। কিন্তু ওই ব্যবসায়ী নকল সার বিক্রি করছেন এই অভিযোগ তুলে বচসা শুরু হয়। বচসা চরমে উঠলে হাতাহাতি অবধি গড়ায়। চোপড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পুলিশ চলে যেতেই এলাকায় একদল দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এই ঘটনায় দু’জনের গায়ে গুলি লেগেছে। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর দ্রুত আহতদের চোপড়ার দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু’জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ফের পুলিশ গুলি ছোঁড়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here