নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল রাত ১০ টা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলার বস্তাডাঙি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আর গুরুতর আহত হয়েছেন ৩ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থেকে কিষাণগঞ্জে গাড়ি নিয়ে যাওয়ার পথে রায়গঞ্জগামী একটি বেসরকারী বাস ভুল লেন ধরে আসায় ওই গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলে দু’জন যাত্রীর মৃত্যু হয়।
এলাকাবাসীরা এই দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

- Sponsored -
ডালখোলা থানার পুলিশ মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহগুলি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির নাম মহম্মদ লাদেন ও মহম্মদ রমজান। দু’জনেই ডালখোলা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের লাহাসারার বাসিন্দা। ইতিমধ্যে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।